মাদক ব্যবসার প্রতিবাদ করায় যুবককে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা
চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক যুবককে বেধড়ক পিটিয়েছে মাদক ব্যবসায়ীরা। গতকাল সোমবার (১৮ মার্চ) বিকেল পাঁচটার দিকে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী নজরুল ইসলাম (৪৩) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অচেতন অবস্থায় চিকিত্সাধীন রয়েছে। তিনি ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা মাইজপাডা এলাকার কালা মিয়া সওদাগরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল পাঁচটার দিকে কেরানিহাট থেকে ইফতার সামগ্রী নিয়ে বাড়িতে যাওয়ার সময় কেরানিহাট কেন্দ্রীয় মসজিদের পাশে পৌঁছালে কিশোর গ্যাং লিডার ও ইয়াবা ব্যবসায়ী সাহাদাতের নেতৃত্বে আগে থেকে ওৎ পেতে থাকা স্থানীয় রায়হানসহ আরও ৮-১০ জন দুর্বৃত্ত অস্ত্র উঁচিয়ে গতিরোধ করে নজরুলকে অস্ত্রের বাট দিয়ে উপুর্যপুরী হাত, পা ও মাথায় আঘাত করলে সে রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আহত নজরুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
নজরুলের বড় ভাই নুরুল কবির জানান, নজরুলকে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। জরুরি ভিত্তিতে তাকে অপারেশন করা হয়েছে। বর্তমানে অচেতন অবস্থায় তাঁকে চমেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইয়াবা ব্যবসায়ী সাহাদাতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে লোকজন। তাকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য দাবি জানান তারা।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, নজরুল নামের এক ব্যবসায়ীকে মারধরের কথা শুনেছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।