স্বাস্থ্যের আবজালের স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Looks like you've blocked notifications!
ঢাকা মহানগর দায়রা জজ আদালত। এনটিভির ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনের স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বুধবার (২০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক আস্ সামছ জগলুল হোসেন এই আদেশ দেন।

এদিন বিচারক অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ছাড়া আবজাল হোসেন জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি আবজাল হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আবজাল-রুবিনা দম্পতির বিরুদ্ধে ২০১৯ সালের ২৭ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দুটি মামলা করেন সংস্থাটির উপপরিচালক তৌফিকুল ইসলাম।