পঞ্চমবার শ্রেষ্ঠ ওসি হলেন আবুল কালাম
পঞ্চমবারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) পঞ্চমবারের মতো ‘মাসিক অপরাধ সভা’য় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।
পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গতকাল ফেব্রুয়ারি মাসের ‘মাসিক অপরাধ সভা’ অনুষ্ঠিত হয়। সভায় হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, পেশাদার অপরাধী গ্রেপ্তার, চোরাচালান, ভিকটিম উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা, জনতুষ্টিসহ সার্বিক মূল্যায়নে আবুল কালামকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে কলমাকান্দা থানায় থাকা অবস্থায় তিনি চার বার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন।
এ সময় পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত আবুল কালামের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।
অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হারুন-অর রশীদ, পুলিশ সুপার সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়ে আবুল কালাম বলেন,যেকোন সুসংবাদ নিজেকে আন্দোলিত করে।পুরস্কারপ্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা জোগায়। এই পুরস্কারপ্রাপ্তিতে ভালো কাজের প্রতি আমার দায়িত্ব আরও কয়েকগুণ বেড়ে গেল।