ডাকাতির প্রস্তুতির মামলায় সাতজনের কারাদণ্ড

Looks like you've blocked notifications!

ডাকাতির উদ্দেশে সমবেত হয়ে প্রস্তুতি গ্রহণের অভিযোগে করা মামলায় সাত জনকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৫ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।

এদিন রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা ইস্যু করেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রতন ওরফে বম রতন, জুয়েল, জীবন ওরফে পট্টি জীবন, রিপন, শাহীন, শামীম হাওলাদার ও অলিউল্লাহ।

জানা যায়, ২০২২ সালের ৯ জুলাই আসামিরা মোহাম্মদপুর থানাধীন বিজলী মহল্লার জান্নাতবাগ মাঠের ভেতর ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির উদ্দেশে সমবেত হয়। গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে রামদা, ছোরাসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই অপূর্ব বর্মণ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই সুজন মাহমুদ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে আদালত তিনজনের সাক্ষ্যগ্রহণ করেন।