গোপালগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় গৃহবধূ নিহত
গোপালগঞ্জের পিকআপ ভ্যানের ধাক্কায় মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম চন্দ্রদিঘলিয়া গ্রামের দাউদ মিনার স্ত্রী।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. আবুল হাশেম মজুমদার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পিকআপ ভ্যান পথচারী মর্জিনাকে ধাক্কা দেয়। এতে মারাত্মক আহত মর্জিনাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা আবুল হাশেম আরও বলেন, ‘ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’