স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে জল্লাদ শাহাজাহানের মামলা

Looks like you've blocked notifications!
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তার ও শাশুড়ি শাহিনুর বেগমসহ ছয়জনের বিরেুদ্ধে মামলা করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। মামলাটি আদালত আমলে নিয়ে আগামী ২৭ জুনের মধ্যে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। আজ রোববার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম রফিকুল হাসান এই আদেশ দেন।

জল্লাদ শাহজাহান ভূঁইয়ার আইনজীবী ওসমান গনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন এ মামলার অন্য আসামিরা হলেন—শাহজাহানের শ্বশুরবাড়ির স্বজন দীন ইসলাম, আজিদা বেগম, রাসেল ও বাবলু। এদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে আগামী ২৭ জুনের মধ্যে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

মামলায় শাহজাহান ভূঁইয়া মামলার অভিযোগে বলেন,  স্ত্রী ও তার স্বজনরা যোগসাজশে বিয়ের পর প্রতারণার ফাঁদ ফেলে। বিয়ের দেড় মাস পর তার কাছ থেকে নেওয়া দশ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এর কয়েকদিন পর আদালতে গিয়ে তার স্ত্রী সাথী উল্টো  মিথ্যা অভিযোগে যৌতুকের মামলা করে।

৩২ বছর কারাভোগের পর ২০২৩ সালের ১৮ জুন মুক্তি পান জল্লাদ শাহজাহান। ১৯৯১ সালে আটক হওয়ার আগে ও পরে শাহজাহানের নামে সর্বমোট ৩৬টি মামলা হয়। এর মধ্যে একটি অস্ত্র মামলা, একটি ডাকাতি মামলা এবং বাকি ৩৪টি হত্যা মামলা।