ব্যান্ড দল বিটিএসের টানে ঘর ছাড়ল আরেক কিশোরী
নারায়ণগঞ্জের ফতুল্লায় ঘরজুড়ে বিটিএস সদস্যদের ছবি রেখে ঘর ছেড়েছে আরেক কিশোরী৷ এই ঘটনায় কিশোরীর বাবা শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে ফতুল্লা মডেল থানায় নিখোঁজ থাকার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ওই কিশোরী কোরিয়ান ব্যান্ডদল বিটিএসে যোগ দিতেই এই কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা তার বাবার৷
এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর এলাকার নিজ বাসা থেকে পালায় বিটিএসের ভক্ত ওই কিশোরী।
এ প্রসঙ্গে কিশোরীর বাবা বলেন, ‘গত বছর স্থানীয় একটি মাদরাসা থেকে দাখিল পাস করেছে আমার মেয়ে। সে বাসায় সবসময় মোবাইল ফোনে গেমস খেলতো এবং ইউটিউবে গান ও সিনেমা দেখতো। মোবাইল নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত থাকতো সে৷ তাকে অনেক বুঝিয়েও কাজ হয়নি৷ সে বাসা থেকে পালিয়ে যাওয়ার সময় কোরিয়ান ব্যান্ড দল বিটিএসের কিছু ছবি রেখে যায় বিছানার উপরে। এর আগে বাসায় ঝগড়া হলেই বলতো সে কোরিয়া চলে যাবে। এবার সে সত্যিই বিটিএস গ্রুপে জড়িয়ে গেল কিনা সেই চিন্তায় আছি। আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। থানায় ডিজি করেছি। পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে উদ্ধার করলে হয়তো মেয়েকে ফিরে পাব।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এস আই) খালেদ উদ্দিন বলেন, ‘ঘটনাটি আমরা খতিয়ে দেখব৷ এটি বিটিএস সম্পর্কিত কিছু নাকি অন্যকোনো কারণে ঘটেছে, সেটি খুঁজে দেখা হবে৷ জিডি হয়েছে, বিস্তারিত তদন্তসাপেক্ষে বলা যাবে৷’
উল্লেখ্য গত ২১ জানুয়ারি ফতুল্লা থেকে পরিবারের লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় নগদ পাঁচ হাজার টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকার নিয়ে কোরিয়ার মিউজিক্যাল ব্যান্ড ‘বিটিএস’ এর টানে ঘর ছাড়ে তাবাসসুম রহমান (১৬) নামে এক কিশোরী। নিরুপায় হয়ে তার বাবা আব্দুল আউয়াল ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।