জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিটিএস লিডার আরএমের চিঠি
কোরিয়ান ব্যান্ড বিটিএসের লিডার আরএম। তিনি কিম নামজুন নামেও পরিচিত। আজ এই তারকার ২৯ তম জন্মদিন। তার জীবনে এই সাফল্য সহজে ধরা দেয়নি। নানা রকম বাধা-বিপত্তির সম্মুখীন হয়ে আজ তিনি এজকন সফল মানুষ।
আরএম অনেক বার গান গাওয়া ছেড়ে দিতে চেয়েছিলেন। তার মনে হত তিনি এই শিল্পে সাফল্য লাভ করতে পারবেন না। ২০১৭ সালে রোলিং স্টোন ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমরা যখন অন্য দেশে ভ্রমণে যাই তখন ভক্তদের সাথে দেখা হয়। তারা হাত নাড়েন। চিঠি লিখেন। অনেক ভক্তরা আমকে জানিয়েছেন আমার গান তাদের জীবন বদলে দিয়েছে। তাদেরকে অনুপ্রাণিত করেছে। আর ভক্তদের এই বার্তাগুলোই আমাকে সবচেয়ে বড় শক্তি দিয়েছে’।
গান ছেড়ে দেওয়ার চিন্তা আসলে আরএম তার ভক্তদের নিয়ে ভাবেন। তার গান ও লিরিক্স ভক্তদের জীবন বদলে দিয়েছে। একমাত্র ভক্তদের উদ্দেশ্যেই তিনি এখনও তার স্বপ্ন অনুসরণ করতে বাধ্য হচ্ছেন।
আরএম তার জন্মদিন উপলক্ষ্যে ভক্তদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি লিখেছেন। তিনি জানান, ‘এই বছর এটা আমার ২০-এর দশকের শেষ জন্মদিন। যদিও আমি এটাকে একটা সাধারণ দিন মনে করি। কিন্তু এই দিনে আমার ভক্তরা আমাকে আন্তরিকভাবে অভিনন্দন জানায়। তাই আমি বেশ খুশি এবং আশীর্বাদ বোধ করি। ৩৬৫ দিনের মাঝে এই একটি দিন এখন আর আমার সাধারণ মনে হয় না। শুধু মাত্র আমার ভক্তদের কারণে। আমার চারপাশ থেকে আমি যে ভালবাসা পাচ্ছি তা নিয়েই বেঁচে আছি’। তিনি আরও জানান, ভক্তদের ভালবাসা ও আশীর্বাদ তার পরবর্তী গানগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে। যা একদিন প্রকাশিত হবে।
আরএম তার ভক্তদের অনেক ভালবাসেন। তাদের ব্যাপারে তিনি সব সময় কৃতজ্ঞ। তিনি লিখেছেন, ‘আমি আমার ভক্তদের ভালোবাসি। তাদের সবাইকে হয়তো আলিঙ্গন করতে পারি না। কিন্তু তাদের প্রতি আমার অনুভূতি রয়েছে। আমার ভক্তরা যেখানেই থাকুক না কেন, সবাই সুস্থ এবং সুখী থাকুক। হয়তো কখনও আমাদের দেখা হবে। আপনাদের জন্মদিন যেদিনই হোক না কেন সবাইকে জন্মদিনের শুভেচ্ছা! ধন্যবাদ’।
সম্প্রতি আরএম তার সঙ্গীত নিয়ে কাজ করার বিষয়ে কথা বলেছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, তিনি আরও একটি অ্যালবাম প্রকাশের পরিকল্পনা করছেন। যার জন্য তিনি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সূত্র- হিন্দুস্তান টাইমস