অস্থিরতা কাটিয়ে জেফারকে নিয়ে ‘শান্তিতে’ আছেন রাফসান
দীর্ঘদিন ধরে চলা সব গুঞ্জন সত্যি করে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় ছবি ও একটি আবেগঘন ভিডিও পোস্ট করে নতুন জীবনের জন্য সবার দোয়া চেয়েছেন রাফসান।
শেয়ার করা ভিডিওতে নিজেদের বিয়ের অনুভূতি জানাতে গিয়ে রাফসান বলেন, জেফারকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি এখন 'পরিপূর্ণ'। অতীতের অস্থির দিনগুলোর কথা উল্লেখ করে তিনি জানান, বর্তমানে তিনি অত্যন্ত শান্ত এবং শান্তিতে আছেন। ভিডিওতে সাদা পোশাকে দুই তারকার দারুণ রসায়ন এবং পরিবারের সাথে তাঁদের আবেগঘন মুহূর্তগুলো ফুটে উঠেছে।
এটি জেফারের প্রথম বিয়ে হলেও রাফসান সাবাবের এটি দ্বিতীয় বিয়ে। ২০২৩ সালের শেষে চিকিৎসক সানিয়া সুলতানা এশার সাথে বিচ্ছেদের পর জেফারের সঙ্গে রাফসানের সম্পর্কের খবর আলোচনায় আসে। সব জল্পনার অবসান ঘটিয়ে এখন তাঁরা নবদম্পতি হিসেবে নতুন জীবন শুরু করলেন।

বিনোদন ডেস্ক