বিয়ের মঞ্চে ‘লিচুর বাগানে’ গাইলেন জেফার-প্রীতম
দীর্ঘদিন ধরে চলে আসা প্রেম ও বিয়ের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান ও আলোচিত উপস্থাপক রাফসান সাবাব। ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারকায় ভরপুর এই বিয়ের অনুষ্ঠানে ছিল না কোনো জাঁকজমকের কমতি।
বিয়ের অনুষ্ঠানের সবচেয়ে বিশেষ আকর্ষণ ছিল সংগীত পরিবেশনা। কনে জেফার রহমান নিজেই মঞ্চে উঠে তাঁর জনপ্রিয় গান ‘লিচুর বাগানে’ পরিবেশন করেন। এ সময় তাঁর সাথে মঞ্চে যোগ দেন মূল গানের সহ-শিল্পী প্রীতম হাসান। গানটির তালে বর রাফসান সাবাবকেও বেশ উচ্ছ্বসিত দেখা যায়। এছাড়া একই মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠানটির আনন্দ বাড়িয়ে দেন অভিনেত্রী সাবিলা নূর। উল্লেখ্য, গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমার এই গানটিতে জেফার ও প্রীতম কণ্ঠ দিয়েছিলেন এবং পর্দায় সাবিলা নূর এতে অভিনয় করেছিলেন।
বিয়ের এই বিশেষ মুহূর্তের ভিডিও নির্মাতা আদনান আল রাজীব ফেসবুকে শেয়ার করার সাথে সাথেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেন, ‘হোয়াট আ শো’। অনুষ্ঠানে মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ, সাফা কবির এবং শিহাব শাহীনের মতো নামী তারকারা উপস্থিত থেকে নবদম্পতিকে শুভকামনা জানান। সামাজিক মাধ্যমে ভক্তরা ও সহকর্মীরা তাঁদের আগামী জীবনের জন্য প্রার্থনা ও ভালোবাসা প্রকাশ করেছেন।

বিনোদন ডেস্ক