ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল করছে : হাইওয়ে পুলিশ
ঈদে নাড়ির টানে ঘরমুখো যাত্রীদের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও নির্বিঘ্নে যান চলাচল করছে। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রামের মোহাম্মদ আলী পর্যন্ত ১০৫ কিলোমিটার অংশে নির্বিঘ্নে যানবাহন চলাচলের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এদিকে, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন। মহাসড়কের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা, নিমসার, ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ার বাজার, গুয়াগাজী, মিয়াবাজার, চৌদ্দগ্রাম, চিওড়াসহ যানজট হতে পারে এমন বাজারগুলোতে হাইওয়ে পুলিশের তৎপরতা রয়েছে।
দাউদকান্দি হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘সোমবার রাতে মহাসড়কের যানবাহনের চাপ বেশি ছিল। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখ লেনে যানবাহনের চাপ বেশি দেখা গেছে। যাত্রীবাহী যানবাহনের সঙ্গে রয়েছে রপ্তানিমুখী পণ্য ও সবজিবাহী ট্রাক ও কাভার্ডভ্যান।’