তাপমাত্রার একের পর এক রেকর্ড, ৪০.৬ ডিগ্রিতে বিপাকে চুয়াডাঙ্গাবাসী
একের পর এক রেকর্ড গড়ছে তাপমাত্রা। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। এতে বিপাকে পড়েছে চুয়াডাঙ্গাবাসী। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, বয়স্ক ও শিশুরা।
আজ সন্ধ্যা ৬টায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া ঢাকা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। তা ছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আরও বলা হয়েছে, চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলা সমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
চুয়াডাঙ্গায় আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার তীব্র তাপপ্রাবহে জনজীবন থমকে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। জেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, এমন তাপপ্রবাহ আরও কয়েক দিন থাকতে পারে।
এর আগে গত ৬ এপ্রিল চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৪০ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।