গদাই নদে নির্মিত বাঁধ অপসারণ, ৩ জনের বিরুদ্ধে মামলা
নাটোরের সিংড়ায় গদাই নদ বন্ধ করে অবৈধভাবে নির্মিত সড়ক বাঁধ অপসারণ করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভার নেতৃত্বে আজ সোমবার (২২ এপ্রিল) সকালে সিংড়া উপজেলার নলবাতা এলাকায় এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগনেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ সময় গদাই নদের মধ্যে নির্মিত রাস্তার মাটি কেটে নদটি উন্মুক্ত করে দেওয়া হয়।
কানুনগো রেজাউল করিম জানান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নওফেল উদ্দিনের নেতৃত্বে অবৈধ মাটি ব্যবসায়ীরা তাদের মাটি পরিবহণের জন্য গদাই নদ বন্ধ করে বাঁধ নির্মাণ করে। এর ফলে নদের একপাশ শুকিয়ে পানি শূন্য হয়ে পড়ে এবং প্রায় এক হাজার বিঘা জমির সেচ কাজ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় আওয়ামী লীগনেতা নওফেলসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়।