ঢাকা মহানগর আ.লীগের দপ্তর সম্পাদক রিয়াজকে ফের শোকজ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে কারণ দর্শনোর নেটিশ (শোকজ) দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এর আগেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর তাকে বহিষ্কার করা হয়েছে। যদিও ১৩ অক্টোবর আরেক বিজ্ঞপ্তিতে তাকে স্বপদে বহাল করা হয়।
আজ সোমবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে দর্শনোর নেটিশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয় ‘সম্প্রতি আপনার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার ও সমালোচনার জন্ম দিয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এর দায়ভার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ কোনভাবেই বহন করবে না। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক উপযুক্ত ও যথার্থ যুক্তিযুক্ত কারণসহ আগামী মাসের ১৫ তারিখের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া করা হলো।’
সম্প্রতি অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেত্রী ও দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সৈয়দা রোকসানা ইসলাম চামেলীকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।
চামেলির বহিষ্কারাদেশ বাতিল করা যাবে—এই মর্মে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের একটি অডিও রেকর্ড তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। চামেলির সঙ্গে ফাঁস হওয়া ১৮ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায়, ‘রিয়াজ বলছেন—আমিতো কাজে আসছি। চামেলি বললেন, কথা হয়েছে? তখন রিয়াজ বললেন, ঠিক আছে অসুবিধা নাই। আপনিতো ওই সময় বললেন সন্ধ্যায় আসবেন, এখন আবার! তখন চামেলি বললেন, মানে সন্ধ্যায় বুঝো নাই? আইসা আবার জোগাড় করতে করতে…। তখন রিয়াজ বললেন, আচ্ছা ঠিক আছে, কথা আর বাড়ানোর দরকার নাই। ঠিক আছে। তখন চামেলি বললেন, ঠিক আছে আমি সকালে ১০ পাঠাই দিতাছি। তখন রিয়াজ বললেন, ঠিক আছে।’
এ বিষয়ে জানতে চাইলে চামেলী তখন এনটিভি অনলাইনকে বলেন, ‘হ্যাঁ আমার সঙ্গে রিয়াজের ১০ লাখ টাকার বিনিময়ে বহিষ্কার করা হবে না এই মর্মে কথা হয়েছিল। রিয়াজ বলেছেন, তার সঙ্গে নাকি আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কথা হয়েছে, ১০ লাখ টাকা দিলে তারা বহিষ্কার করবে না। অব্যাহতি দিয়ে একটা চিঠি দেবে। গত মঙ্গলবার দুপুরে রিয়াজের সঙ্গে টাকার বিষয়ে কথা হয়েছে।’ তার কাছে বিস্তারিত অডিও রয়েছে বলেও জানান তিনি।