শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে ঢাকার রাস্তায় বিভিন্ন সংগঠন
মহান মে দিবসে ন্যায্য অধিকার আদায়সহ বিভিন্ন দাবিতে রাজপথে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
আজ বুধবার (১ মে) শ্রমিকদের খাদ্য এবং নিরাপত্তার দাবিতে শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশের জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ, শ্রমজীবী সংঘ, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সামনে, পল্টন প্রেসক্লাব, সেগুনবাগিচা ও এর আশপাশ এলাকায় এসব কর্মসূচি পালন করে সংগঠনগুলো। শ্রমিক ও শ্রমিক নেতারা রাস্তায় মিছিল সমাবেশ করে তাদের দাবি আদায়ে শ্লোগান দেন।
শ্রমিকদের বিভিন্ন দাবির মধ্যে অবিলম্বে জাতীয় নূন্যতম মজুরি কমিশন গঠন করে জীবন ধারণ উপযোগী মজুরি নির্ধারণসহ নানা দাবি করেন তারা। তারা সংবিধান, আইএলও কনভেনশন এবং জাতীয় শ্রমনীতি অনুসারে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করাসহ শ্রমআইন সংশোধন চান। রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলা মাঠ থেকে বের হয় একটি শোভযাত্রা। এতে যোগ দেন শত শত গার্মেন্টস কর্মী ও শ্রমিক। তারা শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দেন। শ্রমিকদের রেশন ব্যবস্থার পাশাপাশি কর্মস্থলে আরও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানান তারা।
এছাড়া মাতৃত্বকালীন ছয় মাসের ছুটির পাশাপাশি কর্মস্থলে নারী পুরুষসহ সকল বৈষম্য দূর করার দাবি জানান শ্রমিকরা। সেই সঙ্গে পেনশন ও ভাতাসহ শ্রম নিরাপত্তা আইন সংশোধনে দাবি জানান তারা।