তীব্র গরম উপেক্ষা করে রাজপথে বিএনপির নেতাকর্মীরা
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দিতে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মী ও অনুসারীরা। শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে র্যালি হবে।
তীব্র রোদ উপেক্ষা করে হুইল চেয়ারে সমাবেশে যোগ দিতে এসেছেন বিএনপির একজন কর্মী। প্রখর রোদ উপেক্ষা করে বুধবার দুপুর ২টার আগে থেকে নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন।
নেতাকর্মী ও অনুসারীরা লাল রঙের ক্যাপ, ব্যানার, ফেস্টুনসহ অংশ নিচ্ছেন র্যালিতে। থেমে থেমে চলছে বাদ্যযন্ত্র, ঢোল-তবলাও। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে নেতারা অবস্থান নিয়েছেন। সমবেত নেতাকর্মীদের কারণে ফকিরাপুল থেকে কাকরাইল যাওয়ার সড়ক বন্ধ রয়েছে। যানবাহন সীমিতভাবে চলাচল করছে। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। বিকেল সাড়ে তিনটার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।