গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরেকজন মারাত্মক আহত হয়েছেন। গতকাল বুধবার (১ মে) বিকেলে শহরের এলজিইডির মোড়ে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত কলেজছাত্র তীব্র মোল্লা (২৬) বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাঠাদোড়া গ্রামের মিন্টু মোল্লার ছেলে। সে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের ইসলামের ইতিহাস বিভাগে অনার্স শেষ বর্ষের ছাত্র ছিল।
এ ঘটনায় আহত নাঈম চৌধুরী (২৮) গোপালগঞ্জ শেখ সাহেরা খাতুন চক্ষু হাসপাতালের অফিস সহায়ক পদে কর্মরত। তিনি সম্পর্কে তীব্র মোল্লার মামা।
পুলিশ জানায়, বুধবার বিকেলে গোবরা মাদরাসাপাড়া থেকে তীব্র মোল্লাকে নিয়ে মামা নাঈম চৌধুরী মোটরসাইকেলে করে গোপালগঞ্জ শহরে আসছিলেন। পথিমধ্যে এলজিইডি মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রাচীরে ধাক্কা দেয়। এতে মটরসাইকেল আরোহী তীব্র মোল্লা ও চালক নাঈম চৌধুরী গুরুতর আহত হন।
গুরুতর আহত তীব্র মোল্লাকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে আহত নাঈম চৌধুরীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত তীব্র মোল্লার মরদেহ বুধবার রাত ১০টায় গোবরা মাদরাসা প্রাঙ্গণে জানাজা শেষে গোবরা কবরস্থানে দাফন করা হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ আনিচুর রহমান।