লক্কড়ঝক্কড় বাস : আমরা কষ্ট করে আনি আর ওরা ধ্বংস করে ফেলে
ঢাকার রাস্তায় ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় বাস চলাচলের ব্যাপারে বিএনপিকে দায়ি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে বিএনপি অনেকগুলো বাস পুড়িয়েছে ও ভাঙচুর করেছে। আমরা কষ্ট করে নতুন বাস আনি আর ওরা শুধু ধ্বংস করে।
প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার (২ মে) তার সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক থাইল্যান্ড সফরের ফলাফল বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।
একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বাসগুলো বেসরকারি মালিকানাধীন। এখন মালিকরা যদি ভাঙ্গাচোরা ও লক্কড়ঝক্কড় বাস চালিয়ে আনন্দ পায় তাহলে তাই করুক। এ বিষয়ে আমাদের কী বলার আছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আগেরবার ক্ষমতায় এসে বেশকিছু ভলবো বাস এনেছিলাম। বিএনপি ক্ষমতায় আসার পর এগুলো আর রক্ষণাবেক্ষণ করা হয়নি। ওইগুলো তো এখন আর নেই। এরপর আরও কিছু নতুন বাস নিয়ে এলাম। বিএনপি আন্দোলনের নামে বেশ কিছু নতুন বাস আগুণ দিয়ে পুড়িয়ে দিয়েছে। আমরা যেটাই করি তারা তা ধ্বংস করে। ২০১৩ সালে তারা অনেকগুলো বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
বিএনপির প্রতি পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা (বিএনপি) যদি আন্দোলনের সময় পুরোনো লক্কড়ঝক্কড় বাসগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয় তাহলে মালিকরা ইন্সুরেন্সের টাকাও পেলো আবার তাদের আন্দোলনও হলো। যদিও তারা এটা করে চলেছে।
প্রধানমন্ত্রী বলেন, গত বছর ২৮ অক্টোবর আমাদের দেশে আন্দোলনের নামে অগ্নিসংযোগ হয়েছে, ভাঙচুর হয়েছে। আমাদের পুলিশ এগুলো ধৈর্য্যের সঙ্গে মোকাবিলা করেছে।
অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি। জনগণ আমাদের সঙ্গে রয়েছে, এটাই আমাদের বড় শক্তি। তবে কেউ কেউ চেয়েছিল, নির্বাচনটি যাতে না হয়। নির্বাচন না হলেই তারা খুশি হতো। যারা ভোটের অধিকার হরণ করেছিল, তারাই এখন ভোটের অধিকারের কথা বেশি বলে। অথচ আমরাই দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছি।