সকালের ট্রেন ছাড়ল সন্ধ্যায়
গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। রংপুর এক্সপ্রেস ১০ ঘণ্টা বিলম্বে ছেড়েছে। সকাল ৯টা ১০ মিনিটের এই ট্রেন ঢাকা ছেড়েছে সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে।
আজ শনিবার (৪ মে) কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চত করেছেন। তিনি বলেছেন, জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে ট্রেন শিডিউলে সমস্যা হয়েছে। তবে, সন্ধ্যায় পৌনে ৭টায় সব শিডিউল ঠিক হয়েছে। এর আগে বিকেলে তিনি বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় সব ট্রেনই দুই থেকে তিন ঘণ্টা বিলম্বে ছাড়ছে। এখনও লাইন পুরোপুরি ঠিক হয়নি। সকাল থেকে এই রুটে আটটি ট্রেন ছেড়ে গেছে আর সবগুলোই বিলম্বে চলছে।
গতকাল শুক্রবার (৩ মে) গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে গতকাল থেকে সব ট্রেনই দেরি করে ছাড়ছে। কমলাপুর স্টেশনে খোঁজ নিয়ে জানা যায়, ট্রেন বিলম্বে ছাড়ায় ছুটির দিনেও কমলাপুর স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। রংপুরগামী ট্রেন সকাল ৯টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও বিকাল ৪টা পর্যন্ত ছাড়তে পারেনি ট্রেনটি। ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় জমে।
জয়দেবপুর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার আল ইয়াসবাহ সাংবাদিকদের বলেন, এক লাইনে ট্রেন চলাচলের কারণে ঢাকা থেকে নেত্রকোনা চলাচলকারী মহুয়া কমিউটার (ট্রেন নং ৪৩-৪৪), ঢাকা-জয়দেবপুর চলাচলকারী তুরাগ কমিউটার (ট্রেন নং তুরাগ কমিউটার ১-৪) এবং ঢাকা-জামালপুর চলাচলকারী জামালপুর কমিউটার (ট্রেন নম্বর-৫১/৫২)-এর শনিবারের উভয়মুখী যাত্রা বাতিল করা হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা প্রায় তিন ঘণ্টা বিলম্বিত হয়েছে।