কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী বদলের দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ
কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) আসনে বিএনপিনেতা শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপি থেকে সংসদ নির্বাচনে প্রার্থী করার দাবিতে ট্রেন আটকে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতিশেখ মজিবুর রহমান ইকবালের সমর্থনে সরারচর শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরারচর রেলগেটে গিয়ে অবস্থান নেয়। এ সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ‘কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি আটকা পড়ে। প্রায় ১০ মিনিট পর সমর্থকরা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলগেট এলাকায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। তিনি তাঁর বক্তব্যে অবিলম্বে শেখ মজিবুর রহমান ইকবালকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানান। যত দিন শেখ মজিবুর রহমান ইকবালের প্রার্থিতা ঘোষণা না হবে, তত দিন রাজপথে অবস্থান কর্মসূচি চালবে বলে ঘোষণা দেন তিনি।
মনিরুজ্জামান মনির বলেন, জনগণের দাবি উপেক্ষা করে কাউকে চাপিয়ে দেওয়া যাবে না। স্থানীয় বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহাউদ্দিন ফারুকি বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকে রাখার কিচুক্ষণ পরই ট্রেনটি চলে যায়।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ