স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা
স্ত্রীকে ভিডিও কলে রেখে আরিফুল ইসলাম (৩২) নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্য আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (৫ মে) দিনগত রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় এ ঘটনা ঘটে।
এরপর রাত ১২টার দিকে আরিফুল ইসলামের ঝুলন্ত মরদেহ তাঁর শয়নকক্ষ থেকে উদ্ধার উদ্ধার করেছে পুলিশ।
আরিফুল ইসলাম আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে কর্মরত ছিলেন। স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি দিনাজপুর জেলার সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
চুয়াডাঙ্গার সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউল আলম জানান, আরিফুল ইসলাম পরিবার নিয়ে ওই এলাকাতেই ভাড়া বাসায় বসবাস করতেন। বেশ কয়েকদিন ধরে তার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল বলে জানা গেছে। তার স্ত্রী বাবার বাড়ি চলে গিয়ে আর আসেননি। তিনি স্ত্রীর কাছে ভিডিও কল করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তাঁর মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক মো. মারজান আল মোনায়েম জানান, আজ সোমবার দুপুরে মরদেহ ময়নাতদন্ত শেষে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এক আনসার ব্যাটালিয়ন কর্মকর্তা বাদী হয়ে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।