মেস কক্ষে রাবি ছাত্রীর আত্মহত্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রী লামিসা নওরীন পুষ্পিতা (২১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলের অনাবাসিক শিক্ষার্থী ছিলেন।
আজ বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিনোদপুর বাজারের বেতার মাঠসংলগ্ন লেবুবাগান এলাকার বাদশা মেসে নিজ কক্ষে গলায় ফাঁস দেন লামিসা। বিষয়টি টের পেয়ে সহপাঠীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
জানা গেছে, বিকেলে মেসের নিজ কক্ষে আত্মহত্যার চেষ্টা করলে পাশের কক্ষের ছাত্রীরা বিষয়টি আঁচ করতে পারেন। পরে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত লামিসার বাড়ি ঝিনাইদহ জেলায়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা হয়েছেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
ওসি আরও বলেন, পরিবার এলে মরদেহের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আবু ছালেহ শোয়েব, রাজশাহী বিশ্ববিদ্যালয়