কেএনএফের সঙ্গে জড়িত জেলা পরিষদ চেয়ারম্যান, অভিযোগ নাগরিক পরিষদের
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে জড়িত বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় হোটেল গ্রেন্ডভ্যালি অডিটরিয়াম আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান।
বান্দরবানের সশস্ত্র সংগঠন কেএনএফের সন্ত্রাসী তৎপরতা বন্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান এবং হিলটেক্স রেগুলেশন আইন ১৯০০ শাসনবিধি বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলন করে পার্বত্য নাগরিক পরিষদ।
এ সময় নাগরিক পরিষদের জেলা সভাপতি নাছির উদ্দিন, সহসভাপতি রুহুল আমিন, দপ্তর সম্পাদক শাহজালাল রানা, লামা উপজেলা সভাপতি কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, ‘কেএনএফের সঙ্গে আলোচনার নামে জাতিকে ধোঁকা দিয়েছে শান্তি কমিটি। কেএনএফের সঙ্গে জড়িত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। কেএনএফের অর্থ জোগানদাতাও শান্তি কমিটির প্রধাননেতা। কেএনএফ নতুন করে আলোচনায় বসার কথা বলে নতুন করে সংগঠিত হচ্ছে।’
কাজী মুজিবুর রহমান বলেন, ‘অস্ত্রধারীদের সঙ্গে কোনো আলোচনা চলতে পারে না। ধোঁকা বাজি বন্ধ করে সন্ত্রাসবিরোধী অভিযান জোরালো করতে হবে। যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান ছাড়া পার্বত্য চট্টগ্রামে কখনও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। পাহাড়ের স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রত্যাহার করা ২৪১টি সেনাক্যাম্প পুনঃস্থাপন করতে হবে। নিরাপত্তার স্বার্থে দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় নতুন নতুন সেনা ক্যাম্প স্থাপন জরুরি হয়ে পড়েছে। শান্তি আলোচনার অজুহাতে কেএনএফবিরোধী র্যাবের অভিযান গত বছর সাময়িক বন্ধ রাখায় বেপরোয়া হয়ে উঠেছে। হিলটেক্স রেগুলেশন আইন ১৯০০ শাসনবিধি বাতিলের দাবি জানাচ্ছি।’