ভৈরব পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন সুইস রাষ্ট্রদূতের
বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ডের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্পের সহায়তায় স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষে ভৈরব পৌরসভায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (২৬ মে) দুপুর বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি পৌরসভা কার্যালয়ে এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় পৌর মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনুসহ সব ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জিল্লুর রহমান পৌর মিলনায়তনে পৌর মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের উদ্বোধন সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার শক্তিশালী অংশীদারত্বের ধারাবাহিকতার একটি উদ্যোগ বলে মন্তব্য করেন। নাগরিক সেবা প্রদানের মাধ্যমে এই উদ্যোগ টেকসই স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি।
ভৈরব পৌরসভার মেয়র আলহাজ মো. ইফতেখার হোসেন বলেন, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার উদ্বোধন ভৈরব পৌরসভায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রক্রিয়া এবং নাগরিকসেবাকেন্দ্রিক শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সমন্বিতভাবে সুবিন্যস্ত প্রক্রিয়ায় পৌরসেবা প্রদানের মাধ্যমে নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন করে সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করাই এখন আমাদের মূল লক্ষ্য।
প্রবৃদ্ধি প্রকল্পেরটি লিডার মার্কাস এহমান বলেন, ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার মধ্যদিয়ে অত্যাবশ্যকীয় পৌরসেবাগুলোর বিকেন্দ্রীকরণ ও ডিজিটাইজেশন করার ফলে স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয় নাগরিকদের ক্ষমতায়ন করা হয়েছে।