ফরিদপুরে কারখানায় অভিযান : বিপুল ভেজাল গুড় জব্দ, জরিমানা
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরে ছোট বটতলা এলাকায় স্বপন কুমার শীলের কারখানায় অভিযান চালিয়ে বিপুল ভেজাল গুড় জব্দসহ জরিমানা করে তা আদায় করা হয়েছে। আজ রোববার (২৬ মে) সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই কারখানা থেকে প্রায় ২৪ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। জরিমানা করা হয় দুই লাখ টাকা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় স্বপন কুমার শীলের মালিকানাধীন ভেজাল গুড় কারখানা অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুর রহমানের নেতৃত্বে অভিযানকালে কারখানা থেকে প্রায় ২৪ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করা হয়। এ সময় ভেজাল গুড় উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের দায়ে কারখানার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানাসহ কারখানাটি সিলগালা এবং মালামাল বাজেয়াপ্ত করা হয়।
আজ দুপুরে ওই কারখানা থেকে প্রায় ৯ হাজার ৬০০ কেজি ভেজাল গুড় নারায়ণগঞ্জ জেলায় বিক্রি করেন কারখানার মালিক।