রাজধানীতে ১১৬ মিলিমিটার বৃষ্টি
রাজধানীর বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গতকাল রোববার রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আজ সোমবার (২৭ মে) পর্যন্ত রিমেলের কারণে রাজধানীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে রাজধানীবাসীকে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গত চব্বিশ ঘণ্টায় ১১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। এ ছাড়া চট্টগ্রামে ২৪০ মিলি, কক্সবাজারে ১৩৯, পটুয়াখালীতে ১২১, খেপুপাড়ায় ১০২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মঙ্গলবার থেকে ধীরে ধীরে সিলেট হয়ে বাংলাদেশ থেকে বেরিয়ে যাবে রিমাল। এত কমে আসবে বৃষ্টির দাপট। এদিকে ফায়ার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো হাওয়ায় রাজধানীর মিরপুর, উত্তরা, কুর্মিটোলা, বারিধারা, মোহাম্মদপুর ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছ উপড়ে পড়া এবং কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস। ভেঙে পড়া সেসব গাছ ও ডাল অপসারণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।