পুলিশ হেফাজতে নির্যাতনে নারীর মৃত্যুর অভিযোগ
যশোরের অভয়নগর থানা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় আফরোজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে অভয়নগর থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
স্বজনদের দাবি, নির্যাতন করে হত্যা করা হয়েছে আফরোজা বেগমকে। তবে পুলিশ কর্মকর্তারা এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
আফরোজা বেগম অভয়নগর উপজেলার নওয়াপাড়া মহাশশ্মান নর্থ বেঙ্গল রোডের জলিল মোল্যার স্ত্রী।
আফরোজা বেগমের ছেলে মুন্না জানান, গতকাল শনিবার দিনগত মধ্যরাতে অভয়নগর থানার কয়েকজন পুলিশ তাদের বাড়িতে যান। এরপর মাদক থাকার কথা বলে তাঁর মাকে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মারধর করে রাত ১টার দিকে থানায় নিয়ে যান। থানায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানেও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আজ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আফরোজা বেগমের স্বামী অভিযোগ করেন, ইজিবাইক বিক্রির টাকা ও বাড়িতে গোছানো কিছু টাকসহ মোট এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে নেয় পুলিশ। আরও টাকার দাবিতে নির্যাতন করে তাঁর স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুস সামাদ বলেন, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ এখনই বলা সম্ভব নয় বলেও তিনি জানান।
আফরোজা বেগমের মরদেহ হাসপাতালে থাকা অবস্থায় সেখানে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে তাদের কেউ গণমাধ্যমের সামনে বক্তব্য দিতে রাজি হননি।