আওয়ামী লীগের নেতাকর্মীরাও ভোটকেন্দ্র যাচ্ছে না : গয়েশ্বর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে গণতন্ত্র নেই। জনগণ সব নির্বাচনকে বর্জন করছে। আওয়ামী লীগ নেতাকর্মীরাই নির্বাচন মানে না এবং বিশ্বাস করে না। তাই তারাও ভোটকেন্দ্র যাচ্ছে না। দেশের ৯৩ ভাগ মানুষ নির্বাচন প্রত্যাখ্যান করেছে।
আজ মঙ্গলবার (৪ জুন) বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জের সোনাইমুড়ীতে বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আপনার দলের লোকেরা আপনাকে মানে না। আপনার দলের লোক যখন আপনাকে বিশ্বাস করবে তখন মানুষ নিজের ভোট নিজে দিতে কেন্দ্রে যাবে। সাধারণ মানুষ আপনাকে অনাস্থা দিয়েছে।’
গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘সংসদ সদস্য আনার খুন হয়েছেন। কোনো খুনকে আমরা পছন্দ করি না। জড়িতদের আইনের আওতায় আনতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকারকে উদ্যোগ নিতে হবে। এরপর বেনজীর ও আজিজের ঘটনা। পরপর তিনটি ঘটনায় অনেকেই বলেছিল এবার ফেঁসেছে সরকার। তা হয়নি, সরকার ফেঁসে যাবে বলে বেনজীর ও আজিজকে ছাড় দিচ্ছে। তারা সব তথ্য ফাঁস করে দিলে আপনাদের অস্তিত্ব থাকবে না।’
সভায় আরও বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী মো. মমিনুল হক, কাজী রফিক, সালাউদ্দিন ভুঁইয়া শিশির, মোস্তফা খান সফরী, ইকরামুল হক বিপ্লব, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান রাজিব, শাহরাস্তি উপজেলা বিএনপি সভাপতি আয়াত আলী ভুঁইয়া প্রমুখ।
সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ইমাম হোসেন। সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রহিম পাটওয়ারী। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা, উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।