জাতীয় ঐক্য প্রতিষ্ঠা আর বেশি দূরে নয় : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আমরা এখন ঐক্যের জন্য সংগ্রাম করছি। এরপর একটি লক্ষ্য আদায়ের জন্য হবে ঐক্যবদ্ধ আন্দোলন। আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র বিরোধী সব রাজনৈতিক দলকে এক কাতারে নিয়ে এসেছে। ফলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা আর বেশি দূরে নয়। যেকোনো সময় সেটা জাতির সামনে উপস্থাপন করা হবে।’
জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গয়েশ্বর।
বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘নির্বাচনকালীন সরকারের নাম নিয়ে কী যায় আসে? আগে ঐকমত্য হোন, তারপর নাম রাখা যাবে। কারণ, সন্তান ভূমিষ্ঠ হলে পরেও নাম রাখা যায়।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচনের জন্য বাধা হলো শেখ হাসিনা ও তাঁর সরকার। আমরা তাঁর অধীনে নির্বাচনে যাব না। তবে, যেনতেনভাবে আরেকটি নির্বাচন করতে দেওয়া হবে না। কারণ, সেই সক্ষমতা তাদের নেই। জনতার শক্তির কাছে কোনো শক্তি টিকতে পারবে না।’