বিভেদ ভুলে ধানের শীষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফিরোজের
 
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সব বিভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।
জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের নিমতলা বাজারে উপজেলা ও পৌর যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সাইফুল ইসলাম ফিরোজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি নির্দেশনা দিয়েছেন ভেদাভেদ ভুলে সবাই যেন ধানের শীষের পক্ষে নির্বাচনে কাজ করে। আমরা ধানের শীষের পক্ষে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে চাই। যিনিই ধানের শীষের মনোনয়ন পাবেন, আমরা সবাই তার পক্ষেই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করব।
সাইফুল ইসলাম ফিরোজ আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি। কারণ জনগণের কল্যাণ ও দেশের স্বার্থই আমাদের মূল লক্ষ্য। নেতাকর্মীদের প্রতি আমার বিশেষ আহ্বান, তারা প্রতিটি ওয়ার্ডে, পাড়ায় ও মানুষের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা চালাবেন। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে মাঠে থাকতে হবে। ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করতে হলে বিভক্তি নয়, একতাই হতে হবে মূল শক্তি।
সমাবেশে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অনেকে বক্তব্য দেন।
সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন যুবদল নেতাকর্মীরা। কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়।
এর আগে সকালে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর ঘাটে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জনগণের আমিষের চাহিদা পূরণ করতে মাছ চাষের বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামের সকলকেই নিজ নিজ পরিসরে উদ্যোগ নিতে হবে। ছোট পরিসরে হলেও মৎস্য, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। আজকের এই মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আমরা সাধারণ মানুষের মধ্যে সেই বার্তাটি দিতে চাই।

 
                   নিজস্ব প্রতিবেদক
                                                  নিজস্ব প্রতিবেদক
               
 
 
 
