স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর হত্যা মামলায় তিনজন রিমান্ডে
রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম তেজতুরী বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোছাব্বিরের হত্যা মামলায় তিন আসামির সাত দিনের রিমান্ড এবং এক আসামি স্বীকারোক্তি দিয়েছেন।
আজ সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের আদেশ দেন।
ঢাকার সিএমএম আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম আসামি তিনজনে হাজির করে সাত দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক সাত দিন রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- বিল্লাল, মো. আব্দুল কাদির ও মো. রিয়াজ।
অপরদিকে ঢাকার সিএমএম আদালতে আজ শ্যুটার মো. জিন্নাতকে হাজির করে স্বীকারোক্তি দেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে আসামি স্বীকারোক্তি দেন। এরপরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এ বিষয়ে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী গণমাধ্যমকে জানিয়েছেন।
নথি থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরীপাড়াস্থ হোটেল সুপারস্টারের পাশের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান ওরফে মোছাব্বিরকে (৪৪) হত্যার উদ্দেশ্যে গুলি করে। এতে মোছাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই আহতদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মোছাব্বিরকে মৃত ঘোষণা করেন ও সুফিয়ান বেপারী মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় শুক্রবার নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালত প্রতিবেদক