কারাগারে আ.লীগ নেতার মৃত্যু
 
সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু (৮০) কারাগারে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তিনি কারাবন্দি অবস্থায় মারা যান বলে ছোট ছেলে কামাল আহমেদ খান নিশ্চিত করেছেন।
পুলিশ হত্যাসহ চারটি মামলায় উচ্চ আদালতে জামিনে ছিলেন বাচ্চু খান। জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য ২২ এপ্রিল সিরাজগঞ্জ জজ কোর্টে আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠান। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
মৃত্যুকালে আহম্মদ মোস্তফা খান বাচ্চু স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতিসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন।
জেল সুপার এ এস এম কামরুল হুদা জানান, বাচ্চু খান হার্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আজ সকালে হঠাৎ অসুস্থ হলে দ্রুত কারাগার থেকে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, পরিবারকে জানানো হয়েছে। স্বজনরাও রওনা হয়েছেন মরদেহ গ্রহণের জন্য।

 
                   রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)
                                                  রফিক মোল্লা, সিরাজগঞ্জ (বেলকুচি-চৌহালি)
               
 
 
 
