সন্তানসহ দুই স্ত্রী রেখে ছাত্রীকে নিয়ে পালালেন শিক্ষক
লক্ষ্মীপুরের রায়পুরে দুই স্ত্রী ও দুই সন্তান রেখে রুস্তম আলী ডিগ্রি কলেজের প্রভাষক ত্রিদীপ পাটোয়ারী একাদশ শ্রেণির এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার (৫ জুন) সকাল পর্যন্ত ওই ছাত্রী ও শিক্ষকের কোনো খোঁজ পাওয়া যায়নি। গত সোমবার সকালে কলেজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিল ওই ছাত্রী।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রভাষক ত্রিদীপ পাটোয়ারীর বাড়ি নোয়াখালীর চৌমুহনীতে। চাকরির সুবাদে তিনি রায়পুর শহরে একটি বাসা ভাড়া করে থাকতেন। এর আগে ত্রিদীপ দুটি বিয়ে করেন। তার দুটি সন্তানও রয়েছে। এক সন্তানকে নোয়াখালীতে বোনের বাসায় রেখে তিনি কর্মস্থল রায়পুরে থাকতেন।
পুলিশ আরও জানায়, ইংরেজির শিক্ষক হওয়ায় ত্রিদীপের কাছে ওই ছাত্রী প্রাইভেট পড়ত। বিনামূল্যে প্রাইভেট পড়ানোর কথা বলে ওই ছাত্রীর সঙ্গে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ত্রিদীপ। সোমবার সকালে কলেজে গেলে ওই ছাত্রী আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পায়নি স্বজনরা। পরে সহপাঠীদের কাছে মেয়ের খোঁজ নেন ছাত্রীর বাবা। তিনি শিক্ষক ত্রিদীপকে মোবাইল ফোনে কল করেন, কিন্তু তা বন্ধ পাওয়া যায়। পরে গতকাল মঙ্গলবার সকালে মেয়েটির বাবা রায়পুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ব্যাপারে জানতে প্রভাষক ত্রিদীপের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।
ওই কলেজছাত্রীর মা বলেন, ‘টাকার অভাবে মেয়েকে প্রাইভেট পড়াতে পারতাম না। বিনামূল্যে প্রাইভেট পড়ানোর কথা বলে শিক্ষক ত্রিদীপ বিভিন্নভাবে চাপ সৃষ্টি করত। কিন্তু, তিনি যে এত খারাপ, তা আগে বুঝতে পারিনি।’
রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফ উদ্দিন বলেন, ‘আট বছর ধরে ত্রিদীপ এই কলেজে শিক্ষকতা করছেন। এর আগে এক হিন্দু মেয়েকে নিয়ে একটি ঘটনায় তাকে সতর্ক করা হয়। এখন আবার এক ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছেন। ঘটনাটি জানার পর পুলিশ ও কলেজ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছি। তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘প্রেমের ফাঁদে ফেলে শিক্ষক ওই ছাত্রীকে নিয়ে পালিয়ে গেছে বলে জানতে পেরেছি। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।’