এমপি আনারের জন্য শোক প্রস্তাব যে কারণে ওঠেনি সংসদে
দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে আজ বুধবার (৫ জুন)। রীতি অনুযায়ী অধিবেশনের শুরুতেই সংসদ সদস্য ও বিভিন্ন বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের জন্য কোনও শোক প্রস্তাব গ্রহণ করা হয়নি।
সম্প্রতি কলকাতায় গিয়ে তার ‘খুনের’ তথ্য জানাজানি হলেও হত্যাকাণ্ডের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় শোক প্রস্তাব গ্রহণ করেনি সংসদ। এমননি তার সংসদীয় আসনও শূন্য ঘোষণা করা হয়নি।
আনার ভারতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে গত ২২ মে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে তার লাশ এখনও পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের ঘটনাস্থল ভারতের সরকার বা বাংলাদেশ থেকেও ওই সংসদ সদস্যের মৃত্যুর বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ অবস্থায় তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণার বিষয়ে অপেক্ষা করছে সংসদ সচিবালয়। তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলে সংসদ থেকে ওই আসনটি শূন্য ঘোষণা করা হবে।
এ বিষয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গণমাধ্যমকে জানান, ঘটনাটি ব্যতিক্রম। অতীতে এ ধরনের ঘটনা ঘটেনি। এ জন্য তারা আরও অপেক্ষা করবেন। ৫ জুন সংসদ অধিবেশনের আগেই একটি সুরাহা হবে বলে তিনি আশা প্রকাশ করেছিলেন। কিন্তু লাশ এখনও না মেলায় বিষয়টির কোনও সমাধা হয়নি।
উল্লেখ্য, মৃত্যু, পদত্যাগ বা অন্য কোনও কারণে সংসদের কোনও আসন খালি হলে সংসদ সচিবালয় থেকে গেজেট প্রকাশের মাধ্যমে ওই আসনটি শূন্য (মৃত্যুর তারিখ থেকে) ঘোষণা করা হয়। পরে গেজেটের কপি পাঠানো হয় নির্বাচন কমিশন সচিবালয়ে। নির্বাচন কমিশন ওই শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের আয়োজন করে।