শ্রীলঙ্কার তরুণী প্রেমের টানে বাংলাদেশে, চট্টগ্রামের যুবককে বিয়ে
প্রেমের সম্পর্কে জড়িয়ে অবশেষে চট্টগ্রামের ফটিকছড়িতে ছুটে এলেন শ্রীলঙ্কার এক তরুণী। দুবাই প্রবাসী ফটিকছড়ির বাসিন্দা মোহাম্মদ মোরশেদের (২৮) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। পচলা নামের ওই তরুণী বাংলাদেশি যুবককে বিয়ে করে এলাকায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন।
বাংলাদেশি যুবক মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫নম্বর মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। গতকাল শুক্রবার (৭ জুন) রাতে ফটিকছড়িতে বর মোরশেদের বাড়িতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। আগের দিন বৃহস্পতিবার আকদ অনুষ্ঠান সম্পন্ন হয় এই নবদম্পতির।
মোরশেদের ছোট ভাই মো. রাকীব বলেন, ‘ভাবির বাড়ি শ্রীলঙ্কা। দুবাইয়ে তাদের পরিচয় হয়। বিয়ের জন্য ভাবির পরিবারও বাংলাদেশে এসেছে। এ দম্পতির বিয়ের কাবিন ধরা হয়েছে এক লাখ এক টাকা।’
পরিবার সূত্রে জানা যায়, দুবাই থাকাকালে দুই-তিন বছর আগে পচলার সঙ্গে পরিচয় হয় মোরশেদের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।
এদিকে, ফটিকছড়ির যুবকের সঙ্গে শ্রীলঙ্কার তরুণীর বিয়ের খবর জানাজানি হলে নবদম্পতিকে দেখতে মোরশেদের বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। তবে জনতার ভিড় হবে বলে বিষয়টি গণমাধ্যম কিংবা স্থানীয়দের কাছ থেকে একটু আড়ালে রাখতে চেয়েছিল মোরশেদের পরিবার। কিন্তু খুশির এমন খবর আর চাপা থাকেনি, সবাই ছুটে এসেছেন নবদম্পতিকে দেখতে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)