আরব আমিরাতে রপ্তানি হবে বাংলাদেশে নির্মিত তিনটি জাহাজ
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত আরও তিনটি ল্যান্ডিং ক্রাফ্ট জাহাজ বিদেশে রপ্তানি হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে চট্টগ্রামে জাহাজ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্রেতা পক্ষ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আলহমৌদি। এতে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এফবিসিসিআইয়ের প্রশাসক আব্দুর রহিম খান।
আরও পড়ুন : জনগণ আতঙ্কিত না, এভরিথিং ইজ ভেরি নরমাল : ডিএমপি কমিশনার
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে নির্মিত মায়া, এমি এবং মুনা নামের তিনটি ল্যান্ডিং ক্রাফ্ট জাহাজ এ পর্যায়ে রপ্তানি হচ্ছে। এসব জাহাজের আমদানিকারক হলো সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেড।
রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, জাহাজের মতো উচ্চ মূল্যের একক পণ্য রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখা সম্ভব। এর মাধ্যমে বহির্বিশ্বে আমাদের একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে পারি।
আরও পড়ুন : গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু হয়েছে : অ্যাটর্নি জেনারেল
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান জানান, ওয়েস্টার্ন মেরিন এ পর্যন্ত ১১টি দেশে মোট ৩৬টি জাহাজ রপ্তানি করেছে, যার বাজারমূল্য ১৩৮ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম