আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ-শুঁটকি রপ্তানি বন্ধ, বিপাকে ব্যবসায়ীরা
অনলাইন সার্টিফিকেট সংক্রান্ত জটিলতার কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য মাছ ও শুঁটকি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। হঠাৎ করে অনলাইন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থাপনা না থাকায় রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফারুক মিয়া জানান, মাছ ও শুঁটকি রপ্তানির জন্য উপজেলা মৎস্য অফিস থেকে একটি বিশেষ সার্টিফিকেট নিতে হয়। কিন্তু গত ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি চিঠিতে জানায়, এ সার্টিফিকেট আর ম্যানুয়ালি নয়, অনলাইন পদ্ধতিতে নিতে হবে।
একই নির্দেশ সংশ্লিষ্ট অফিসগুলোতেও পাঠানো হয়। কিন্তু অনলাইন সার্টিফিকেট কার্যকর করতে মৎস্য দপ্তর কোনো উদ্যোগই নেয়নি।
মো. ফারুক মিয়া বলেন, আজ বুধবার (১৯ নভেম্বর) প্রায় দুই কোটি টাকার মাছ রপ্তানির প্রস্তুতি নেওয়া হয়েছিল।
সার্টিফিকেট নিতে গেলে জানা যায়, এখন থেকে অনলাইন সার্টিফিকেট ছাড়া আর কিছুই গ্রহণযোগ্য নয়। পরে এক কর্মকর্তার বিশেষ অনুমতিতে নানা প্রক্রিয়া শেষে মাছগুলো ভারতে পাঠানো সম্ভব হয়। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে আর অনলাইন সার্টিফিকেট ব্যতীত কোনো চালান যাবে না।
ফারুক মিয়া আরও বলেন, অনলাইন ব্যবস্থা চালু না থাকায় আমরা রপ্তানি বন্ধ রাখতে বাধ্য হয়েছি। কবে থেকে রপ্তানি পুনরায় চালু হবে, সেটিও নিশ্চিত করে বলতে পারছি না।

সাইদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া (আখাউড়া-কসবা)