ঘর থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২
চট্টগ্রামের ফটিকছড়িতে রাতে ঘর থেকে ডেকে নিয়ে আবদুল্লাহ আল মাসুদ (৩২) নামে এক যুবককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আবদুল্লাহ আল মাসুদ ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর ধুরুং গ্রামের মো. মোজাহেরের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।
রাশেদ অভিযোগ করে বলেন, তার ভাইকে মুনাফখীল মাদরাসা থেকে ফেরার পথে ওসমান কৌশলে ডেকে নিয়ে যায়। পরে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন মিলে লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মাথা, চোখ, হাত ও পায়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
বুধবার এলাকার বাড়ির সামনে থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহতের ভাই আবদুল্লাহ আল রাশেদ বাদী হয়ে একই এলাকার মো. ওসমান (২৭), মো. আফাজ উদ্দিন (৩১) এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, এ ঘটনায় ওসমান ও আফাজ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে কাজ করছি। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

কামরুল সবুজ, চট্টগ্রাম মহানগর ও জেলা (হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান)