সিলেটে পাহাড় ধসে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/10/seyllet-vumi-dhos_2.jpg)
সিলেটে বন্যা ও জলাবদ্ধতার মধ্যে ভারী বৃষ্টিতে ভূমিধসে নিখোঁজ এক পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়ছে। আজ সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় একটি আধাপাকা বসতঘরের টিলা ধসে এ ঘটনা ঘটে।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, পাহাড় ধসে মাটিচাপা পড়া সাতজনের মধ্যে চারজন জীবিত উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা। তবে বাকি তিনজনকে উদ্ধার করা যায়নি। বৃষ্টির কারণে উদ্ধার কাজ বার বার ব্যবহত হচ্ছিল। এ ঘটনায় উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীও।
পুলিশ জানায়, টিলার নিচে ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা এই বাড়িটিতে দুটি পরিবার থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের সাতজন আটকা পড়েছিলেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এক পরিবারের চারজনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় সাত ঘণ্টা পর বাকি তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।