বেনজীরের গোপালগঞ্জে জব্দ করা সম্পত্তি তদারকিতে কমিটি গঠন
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জে জব্দ করা সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক (মানি লন্ডারিং) মো. নূর-ই-আলমের সই করা এক চিঠিতে এ তথ্য জানা যায়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমকে আহ্বায়ক করে ছয় সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—গোপালগঞ্জ পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট মো. ফজলে রাব্বি। সদস্য সচিব করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালককে মো. মশিউর রহমান কে।
চিঠিতে জানানো হয়, গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বৈরাগীটোল এবং মাছ কান্দি গ্রামের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের সব সম্পদ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি এবং রিসিভারগণ কর্তৃক পার্কের সামগ্রীক কার্যপক্রমসহ যাবতীয় বিষয়াদি যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
জেলা দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. মশিউর রহমান বলেন, রিসিভার জেলা মৎস্য কর্মকর্তা এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকরা সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কটি পরিচালনা করবে। নবগঠিত ছয় সদস্যের কমিটি মনিটরিং, তদারকি, সাহায্য সহযোগিতা পরিচালনা করে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করবেন।