বেনজীরের রিসোর্টের পাশে বাড়ি বলে চুরিতে ‘সম্পৃক্ততা’র সন্দেহ বাদীর
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে চুরি হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলাও হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় ওই রিসোর্টের ম্যানেজার (এইচআর) মো. সারোয়ার হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে এ মামলা করেন। এরমধ্যে সিসিটিভি ক্যামেরায় দুজনকে দেখা না গেলেও তাদের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগে। বাদীর দাবি, রিসোর্টের পাশে বাড়ি বলে তাদের ‘সম্পৃক্ততা’ থাকতে পারে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) হারুন-অর-রশিদ মামলার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, গতকাল বুধবার রাত সাড়ে ১০টা থেকে আজ সকাল ৯টার মধ্যে অভিযুক্তরা কম্পিউটারের তিনটি সিপিইউ ও একটি মনিটর চুরি করে করে বলে ধারণা করা হচ্ছে।
হারুন-অর-রশিদ বলেন, মামলাটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মামলার বাদী সিসিটিভি ফুটেজ থানায় জমা দিয়েছেন।
মামলার বাদী মো. সারোয়ার হোসেন বলেন, সিসিটিভি ক্যামেরায় প্রাথমিকভাবে ছবি দেখে অনুমান করা হচ্ছে সজীব, সুব্রত ও অনিমেষ নামের তিনজন চুরি করেছে। তবে, বিপ্লব বল ও সঞ্জয় বলকে সিসিটিভি ক্যামেরায় দেখা না গেলেও তাদের বাড়ি যেহেতু রিসোর্টের পাশে সেই হিসেবে তাদের সম্পৃক্ততা থাকতে পারে।
এ বিষয়ে মামলার আসামি সঞ্জয় বল অভিযোগ করে বলেন, আমার এবং আমার চাচা বিপ্লব বলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দেওয়ায় আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।