বঙ্গবন্ধু সেতুতে টোল ২৪ ঘণ্টায় ছাড়াল ৩ কোটি টাকা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/14/ttaanggaailer-bnggbndhu-setu.jpg)
ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে পরিবহণের সংখ্যা বেড়েছে কয়েকগুণ। এতে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। গেল ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় তিন কোটি টাকা ছাড়িয়েছে।
আজ শুক্রবার (১৪ জুন) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি পরিবহণ পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে তিন কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।
সেতুতে পারাপার হওয়া পরিবহণের মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল আট হাজার ৮৪৮টি, ট্রাক ১২ হাজার ১৮০টি, ছোট-বড় পরিবহণ ১৪ হাজার ৮১ টি। এ ছাড়া পাঁচ হাজার ৭৯৭টি মোটরসাইকেল সেতু পারাপার হয়েছে।
এদিকে, টোল বিশ্লেষণে দেখা গেছে, সেতু পূর্ব টোলপ্লাজা অতিক্রম করা উত্তরবঙ্গগামী পরিবহণের সংখ্যা বেশি হলেও টোল আদায় কম। আবার সেতুর পশ্চিম টোলপ্লাজা অতিক্রম করা ঢাকাগামী পরিবহণের সংখ্যা কম থাকলেও টোল আদায় বেশি। এতে দেখা গেছে পূর্ব টোলপ্লাজা অতিক্রম করেছে ২২ হাজার ৬৪৫টি পরিবহণ। এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। আবার সেতুর পশ্চিম টোলপ্লাজায় অতিক্রম করেছে ১৮ হাজার ২৬১টি পরিবহণ। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল গণমাধ্যমকে জানান, ঈদে কর্মস্থল ছুটি হওয়ার কারণে মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। এতে টোল আদায় বাড়ছে সেতুতে।