বন্যাদুর্গত মানুষের মঝে সুনামগঞ্জে ত্রাণ বিতরণ
সুনামগঞ্জের বানভাসি মানুষ গত চার দিন ধরে বন্যার পানির সাথে লড়াই-সংগ্রাম করছে। ঘরের ভেতর পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। জেলার সব মানুষকে সরকারের দেওয়া ত্রাণ সহয়তার আওতায় এনে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন।
আজ শুক্রবার (২১ জুন) বিকেলে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। বিকেলে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
এসময় ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান ও সদর উপজেলা ভূমি কর্মকর্তা এমদাদুল হক শরীফ, আওয়ামী লীগনেতা হাজী আবুল কালাম ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী জানান, সুনামগঞ্জ জেলায় বন্যা শুরু হওয়ার পর থেকে প্রশাসন মাঠে কাজ করেছে। বন্যা আক্রান্ত মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে আনা হয়। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬৯৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং সবাইকে ত্রাণের আওতায় আনা হয়েছে। আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ সহায়তার পাশাপাশি রান্না করা খাবার পরিবেশন করা হচ্ছে। জেলায় ৯০ মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মানুষ বাড়ি ফিরে ঘুরে না দাঁড়ানো পর্যন্ত প্রশাসন পাশে থাকবে।
সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক জানান, সরকারের পক্ষ থেকে সুনামগঞ্জের মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। কেউ না খেয়ে থাকবেন না। আরও ত্রাণ আসবে। কেউ ভয় পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেও আপনাদের সাথে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করেন। তাহলে দেশ আরও ভালো থাকবে।