ঘুরতে গিয়ে খিচুনি উঠে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু
বান্দরবানের আলীকদমে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (২১ জুন) দিনগত রাত দেড়টার খিচুনি উঠে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিক্ষার্থীর নাম ইফতে খাইরুল আহম্মেদ আবিদ (২১)। সে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গান্ধিনার এলাকার মো. হেলাল উদ্দীনের ছেলে। নিহত আবিদ বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, আবিদসহ ১২ জনের একটি পর্যটক দল আলীকদম বেড়াতে আসে। মারাইতং পাহাড়ে ক্যাম্পিং করে থাকার সময়ে হঠাৎ করে রাত সাড়ে বারোটায় দিকে আবিদের খিচুনি উঠে। রাত দেড়টার দিকে তাকে পার্শ্ববর্তী লামা উপজেলা হাসপাতালে ভর্তি নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আবিদের সফরসঙ্গী নাফিজ হাসান বলেন, ‘ঈদের ছুটিতে আমরা ১২ জনের একটি দল টাঙ্গাইল থেকে আলীকদমে ঘুরতে আসি। সবকিছু ভালোই ছিল। কিন্তু রাতে হঠাৎ খিচুনি উঠে আবিদ অসুস্থ হয়ে পড়ে।’
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জুনাইয়েদ বলেন, ‘গতরাত দেড়টার দিকে আবিদ নামে এক পর্যটককে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’
লামা থানার ওসি শামীম শেখ জানান, নিহতের মরদেহ থানা হেফাজতে রয়েছে। তার পরিবারের সঙ্গে আলোচনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।