পদ্মায় চায়না দুয়ারি জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন
পাবনার সুজানগরে পদ্মা নদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে মা ও পোনা মাছ নিধন করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে অসাধু মৎস্যজীবীরা ওই মাছ নিধন করছে।
পদ্মাপারের নারুহাটি গ্রামের বাসিন্দা খলিলুর রহমান জানান, চলতি বর্ষা মৌসুমে পানি বাড়ায় পদ্মা নদীর সাতবাড়িয়া, সিংহনগর, নারুহাটি, গোয়ারিয়া, কামারহাট এবং নিশ্চিন্তপুর এলাকায় প্রচুর পরিমাণে বাইন, চিংড়ি, বেলে, বোয়াল, পাঙাস, পাবদা এবং রায়েকসহ (টাটকিনি) বিভিন্ন প্রজাতির মা এবং পোনা মাছ আসছে। আর এ সুযোগে এলাকার কতিপয় অসাধু মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে ওই মাছ অবাধে নিধন করছে।
উপজেলার তারাবাড়ীয়া গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন কতিপয় অসাধু মৎস্যজীবী পদ্মা নদীর পাড়ে অস্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নিয়েছে। আর সেখান থেকে তারা দিনে এবং রাতে অবাধে চায়না দুয়ারি জাল দিয়ে মা ও পোনা মাছ নিধন করছে। শুধু তাই নয়, মৎস্যজীবীরা ওই স্থানে বসে মাছ বিক্রি এবং রান্না করে খাওয়ার কাজও চালিয়ে যাচ্ছে।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূর কাজমীর জামান খান বলেন, পদ্মা নদী থেকে চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করার বিষয়টি আমার জানা নেই। তবে ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট মৎস্যজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।