পরী মণিকাণ্ডে চাকরি খোয়াচ্ছেন পুলিশ কর্মকর্তা সাকলায়েন
আলোচিত চিত্রনায়িকা পরী মণির সঙ্গে রাত্রীযাপনসহ গুরুতর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) গোলাম সাকলায়েনকে চাকরিচ্যুতির সুপারিশ করা হয়েছে। তিনি বর্তমানে ঝিনাইদহ জেলার ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে গোলাম সাকলায়েনকে ‘বাধ্যতামূলক অবসর’ দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (গোয়েন্দা গুলশান বিভাগ) এডিসি থাকাকালে নায়িকা পরী মণির সঙ্গে পরিচয়, যোগাযোগ শুরু হয় গোলাম সাকলায়েনের। তিনি নায়িকা পরী মণির বাসায় নিয়মিত রাত্রিযাপন করতে শুরু করেন। পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখা থেকে দেওয়া ফোনের সিডিআর বিশ্লেষণ অনুযায়ী, ২০২১ সালের ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে (দিন ও রাতে) নায়িকা পরী মণির বাসায় অবস্থান করেছেন তৎকালীন ডিবির এই কর্মকর্তা।’
২০২১ সালের ১ আগস্ট নায়িকা পরী মণি গোলাম সাকলায়েনের রাজধানীর রাজারবাগ এলাকার সরকারি বাসায় যান। সাকলায়েনের স্ত্রীর অনুপস্থিতিতে সাকলায়েন ও পরী মণি একান্তে প্রায় ১৭ ঘণ্টা কাটান। পরদিন ২ আগস্ট রাত দেড়টায় পরী মণি ওই বাসা ত্যাগ করেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে। ওই সময় গোলাম সাকলায়েন ও চিত্রনায়িকা পরী মণির সম্পর্কের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।