ঝলমলে লুকে পরী মণি, সামাজিক মাধ্যমে প্রশংসার জোয়ার

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ভক্তদের চমকে দিলেন। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি একাধিক নতুন ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই অনুরাগীদের মাঝে সাড়া ফেলে দেয়।
মূলত একটি গহনার ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিয়েছিলেন পরী মণি। সেখানে তাকে দেখা যায় নীল ও সোনালি রঙের জমকালো লেহেঙ্গায়, যা তৈরি হয়েছে কাতান বা বেনারসি সিল্কে। সঙ্গে ছিল মানানসই ভারী গহনা—নাকফুল, দুল, নেকলেস ও চুড়ি। রাজকীয় ছোঁয়ায় সাজানো লুকটিকে আরও আকর্ষণীয় করে তোলে তার মেকআপ ও হেয়ারস্টাইল।
ছবিগুলো প্রকাশের পর থেকেই পরী মণির পোস্ট ভরে উঠছে হাজারো লাইক ও মন্তব্যে। ভক্তরা তাকে রানীর সঙ্গে তুলনা করছেন। অনেকেই তার ফ্যাশন সেন্স ও ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতির ভূয়সী প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে পরী মণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা বিয়ে করেন। এরপর একটি পুত্রসন্তানের মা-বাবা হন এই দম্পতি। তবে সম্পর্কের টানাপোড়েনে তাদের বিচ্ছেদ ঘটে। বর্তমানে পরী মণি তার সন্তান ও কাজ নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন।