নিজেকে কেন ‘সত্যি পরী’ বললেন পরী মণি?
ঝলমলে আলো আর বাস্তবের কঠিন মাটি এই দুইয়ের মাঝখানের ব্যবধানটা কতটুকু? ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরী মণি যেন আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সেই সত্য। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের এক অদ্ভুত অথচ সুন্দর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে সিনেমার প্রেস মিটের গ্ল্যামার আর মা হিসেবে প্রাত্যহিক দায়িত্ব একাকার হয়ে মিশে গেছে।
গ্ল্যামার থেকে গৃহকোণ দীর্ঘ ৯ দিন দেশের বাইরে কাটিয়ে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েন পরী। সরাসরি যোগ দেন একটি সিনেমার প্রেস মিটে। কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ আর মেকআপের পেছনের গল্পটা ছিল একদম ভিন্ন। পরী জানান, প্রেস মিট শেষ করে বাসায় ফেরার পর নিজের পোশাকটি বদলানোর সময়টুকুও পাননি তিনি। সেই রাজকীয় গাউন পরা অবস্থাতেই তাকে ব্যস্ত হতে হয়েছে সন্তানের পটি পরিষ্কার করতে।
একা হাতে জীবন যুদ্ধ একজন সফল অভিনেত্রী হওয়ার পাশাপাশি ব্যক্তিজীবনে দুই সন্তানকে একা সামলানো যে কতটা চ্যালেঞ্জিং, তা ফুটে উঠেছে তার লেখায়। পরী মণি লিখেন, ‘আমি সত্যিই পরী। সত্যি এক পরী জীবন আমার। এই যে জীবনের এতো কিছু একা একা কী অদ্ভুত সুন্দরভাবে করে যাচ্ছি আমি, এটা কি এতো সহজ!’ বাচ্চাদের খাওয়ানো এবং ঘুম পাড়ানোর পর যখন ক্লান্তিতে ভেঙে পড়ার কথা, তখনই নিজের তৃপ্তির জন্য রান্না করতে রান্নাঘরে ঢুকে পড়েন তিনি।
ক্লান্তি যখন নিখোঁজ সবাই যখন ভাবছে পরী হয়তো ক্লান্তিতে বিধ্বস্ত, তখন অভিনেত্রী নিজে খুঁজছেন অন্য সমীকরণ। তিনি লিখেন, ‘আমার তো অনেক কষ্ট হবার কথা, টায়ার্ড লাগার কথা! কই ওগুলো!! যাই হোক, ওসব নিখোঁজ থাকুক যেমন আছে এখন।’
জীবনের এই ব্যস্ততাকে তিনি ইতিবাচকভাবে দেখছেন। এমনকি রান্নার সময় কাঁচামরিচ খুঁজে না পাওয়ার মতো সাধারণ অভাবগুলোও তার কাছে জীবনেরই অংশ।
জীবন যখন ‘পরী জীবন’ সব দায়িত্ব শেষে যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন নিজের জীবনের এই অলৌকিক শক্তি নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। তার মতে, সব প্রতিকূলতা জয় করে সন্তানদের মুখে হাসি ফোটানো আর নিজের সব কাজ একা সামলানোই তাকে প্রকৃত ‘পরী’ করে তুলেছে। তার এই জীবনটা আসলেই এক ‘পরী জীবন’ বলে বিশ্বাস করেন তিনি।
পরী মণির এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা তার এই অকপট স্বীকারোক্তি ও মাতৃত্বের প্রতি দায়বদ্ধতাকে সাধুবাদ জানাচ্ছেন। নেটিজেনদের মতে, পর্দার গ্ল্যামারের চেয়ে পর্দার পেছনের এই লড়াকু পরী মণি অনেক বেশি উজ্জ্বল।

বিনোদন ডেস্ক