তারেক রহমানের বক্তব্যে মুগ্ধ তারকারা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর পর নিজ দেশে ফিরেছেন। দেশে ফেরার পর রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে স্থাপিত গণসংবর্ধনা মঞ্চ থেকে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন তিনি। তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা গেছে বিএনপিপন্থি ও সাধারণ মানুষের মধ্যে। পাশাপাশি রাজনৈতিক অঙ্গন এবং শোবিজ ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যেও কমতি ছিল না সেই উচ্ছ্বাসের। যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ঢালিউডের নায়িকা পরী মণি তারেক রহমানের ভাষণ নিয়ে এক আবেগঘন পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আজ এ দেশের মানুষ চায় যখন বললেন একদম শিরদাঁড়ায় এসে বিধলো। কি যে এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারিদিকে। শান্তি নেমে আসুক সবার জীবনে।’
তারেক রহমানের প্রশংসা করে ফেসবুকে পোস্টে অভিনেতা খায়রুল বাসার লেখেন, ‘স্বাগত বাংলাদেশে।’ একই সঙ্গে এই ফেরার মধ্য দিয়ে দেশে শান্তি ফিরে আসুক। বাংলার শিশিরভেজা ঘাসের স্পর্শে আপনার অন্তর শীতল হোক। আর আপনার নেতৃত্বে এ দেশে শান্তি ফিরুক। আপনি সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং বাংলার মানুষের আস্থা হয়ে থাকেন এই দোয়া রইল। যখন দেশের মানুষ আপনার হাতে দেশের দায়িত্ব তুলে দেবে, সেদিন থেকে আপনার সব ভালো কাজের স্তুতি করতে না পারলেও অসংগতির প্রতি ভরপুর সমালোচনা করব।’
এদিকে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লেখেন, ‘আমি আলোচনা সমালোচনা করতেই থাকব একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে। কারণ নীরবতা কখনো দেশ গড়ে না। তবে তারেক রহমানকে স্বাগত জানিয়ে লেখেন, ‘তারেক রহমান, আপনাকে আপন ঘরে স্বাগতম। আমরা খুব খুশি আপনাকে ফিরে পেয়ে।’
সোশ্যাল মিডিয়ায় ছোট পর্দার অভিনেতা সাঈদ জামান শাওন তারেক রহমানকে উদ্দেশ্য করে এক খোলা চিঠি লিখেছেন। চিঠিতে শাওন উল্লেখ করেন, ‘চারপাশে চাটুকার মানুষ থেকে সতর্ক থাকুন। শুধু অভিজাতদের নয়, সাধারণ মানুষের কাছেও থাকুন। ফাঁকা প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে কথা বলুন। আপনি ভালো করছেন এভাবে এগিয়ে চলুন।’
চিঠিতে দলীয় শৃঙ্খলার বিষয়ে জোর দিয়ে বলেন, ‘দলের ভেতরে যারা বিশৃঙ্খলা করে বা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। এতে জনগণের আস্থা আরও বাড়বে।’
তরুণ সমাজের ভাবনা নিয়ে শাওন বলেন, ‘বর্তমান প্রজন্ম কোনো নির্দিষ্ট ‘মার্কা’, ‘নেতা’ বা ‘দল’-এর প্রতি অন্ধভাবে অনুগত নয়। আপনি সঠিক হলে তারা আপনার পাশে থাকবে, ভুল হলে সমালোচনা করবে।’ এ ছাড়া তারেক রহমানের ব্যক্তিগত সংগ্রাম, পিতা হারানোর বেদনাসহ আরও অনেক বিষয়ে কথা বলেন তিনি । চিঠির শেষে তারেক রহমানকে ‘নতুন বাংলাদেশ’র স্থপতি হিসেবে আহ্বান জানিয়ে লেখেন, ‘দেশে আপনাকে স্বাগতম, স্যার।’
এদিকে, নিজের আজীবনের লালিত একটি স্বপ্নের কথা তুলে ধরে নির্মাতা দীপন লেখেন, ‘তারেক ভাই প্রধানমন্ত্রী হলে, আপনার কাছে আমার এই প্রত্যাশা যে বাংলাদেশে পথকুকুর ও বিড়ালসহ বিভিন্ন পশুপাখির জন্য প্রতিটি জেলায় একটি করে আধুনিক ও ফ্রি হাসপাতালের চেইন তৈরি হোক।’
তারেক রহমান বক্তব্য শুনে কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও লেখক লুৎফর হাসান তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, পুরো বক্তব্য শুনলাম। বাপের গীত নাই। বংশের গীত নাই। ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের এই শিল্পী বলেন, আমি আমি আমার আমার বলা জাহির নাই। প্রতিপক্ষের প্রতি তীব্র ঘৃণা নাই। শুধু দেশ গড়ার উদাত্ত আহবান আছে। সাথে আছে হাদী এবং অন্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ।
লুৎফর হাসান বলেন, আজকের এই বক্তব্য ইতিবাচক স্বপ্নের ইঙ্গিত দেয়। আজকের এই বক্তব্য স্পষ্ট করে দেয় দেশটা কারো বাপের না, গোষ্ঠীর না। দেশটা একান্ত জনগণের। স্যালুট, প্রিয় তারেক রহমান।

বিনোদন ডেস্ক