কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে ফের ধরা মৃত্যুদণ্ডের ৪ আসামি
বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি। পরে পুলিশ অভিযান চালিয়ে কারাগারের আশপাশের এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার (২৫ জুন) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আজ বুধবার (২৬ জুন) জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এসপি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘গতকাল দিনগত রাত সাড়ে ৩টার দিকে চারজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি পালিয়ে যায়। এ ঘটনার পর পর পুলিশের বিভিন্ন ইউনিট জেলা কারাগারের আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে। পরে সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে এক দল পুলিশ ভোর সোয়া ৪টার দিকে করতোয়া নদীর পার ঘেঁষা চাষিবাজার এলাকা থেকে তাদেরকে আটক করে। এরপর জেল সুপার তাদের শনাক্ত করেন।’
এসপি সুদীপ আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া আসামিরা জানায়, কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে তারা পালিয়ে যায়। এরপর বিভিন্ন সময় সংগ্রহ করা বিছানার চাদর দিয়ে গিট বেঁধে রশি বানিয়ে কারাগারের দেয়াল পার হয়।’
পালিয়ে যাওয়ার পর ফের ধরা পড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিরা হলেন–কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর মো. নজরুল ইসলাম (৬০), নরসিংদীর মাধবদী উপজেলার মো. আমির হামজা (৩৮), বগুড়ার কাহালু পৌরসভা এলাকার মো. জাকারিয়া (৩১) এবং বগুড়া সদর থানার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (২৮)।